ইকবাল হাসান:
জাতীয় ও ক্লাব দলের হয়ে দেশে-বিদেশে মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক ছুয়েছেন জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন।
পুরুষ কিংবা নারী অন্য কোন বাংলাদেশী ফুটবলারের এ কীর্তি নেই। নারী ফুটবল লিগেও তার নেতৃত্বে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। লিগেও করেছেন ৩০ গোল।
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে আজকের প্রথম খেলার মধ্যবিরতিকে সাবিনাকে সংবর্ধনা দেয়া। সাবিনার হাতে ক্রেষ্ট এবং ফোরামের জার্সি তুলে দেন সভাপতি কাজী শহীদুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের। অনুষ্ঠানে সবিনা জানান, তিনি এখানেই থেমে যেতে চান না। আন্তর্জাতিক আসরে দেশের হয়ে আরও গোল কতে চান।
উল্লেখ্য, বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে ওয়ারিয়র স্পোটস একাডেমীর হেড কোচের দ্বায়িত্ব পালন করছেন সাবিনা খাতুন।