ইকবাল হাসান:
ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০-২১ শীঘ্রই মাঠে নামানোর লক্ষ্যে ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(১৩ ডিসেম্বর) দুপুরে বিএফএফ ভবনে এ ড্র অনুষ্ঠিত হয়।
এই ড্রতে গ্রুপ “এ ” তে শেখ রাসেল কেসির সাথে পুলিশ এবং শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
অন্যদিকে, ফেডারেশন কাপে গ্রুপ “বি” তে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ, উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব।
এছাড়া, গ্রুপ সি তে বসুন্ধরা কিংস, চট্রগ্রাম আবাহনী, রহমতগঞ্জ। গ্রুপ ডি তে আবাহনী লিমিটেডের সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ।