ইকবাল হাসান:
বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলার সময় হঠাৎ অসুস্থ হওয়ায় করোনা সন্দেহে বাকি ম্যাচ খেলেন নি তামিম ইকবাল। তাই, তামিম করোনা আক্রান্ত কিনা এ বিষয়টি নিশ্চিত হতে বিসিবি করোনা টেস্ট করিয়েছে তামিম ইকবালকে। সেই টেস্টের রেজাল্টের অপেক্ষায় আছে বিসিবি, বরিশাল ফরচুন ও তামিম ইকবাল।
বিসিবি চিকিৎসক জানিয়েছেন, রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যানাগাদ পাওয়া যাবে তামিমের করোনা পরীক্ষার ফল। তবে তামিমের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানান চিকিৎসক।
শনিবার (১২ ডিসেম্বর) ঢাকার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে ব্যাটিং শেষ করে শরীর খারাপ হওয়ায় হোটেলে ফিরে আসেন তামিম ইকবাল।এরপর ফিল্ডিংয়েও নামেননি তামিম। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ।
তার অসুস্থতার বিষয়ে তামিম ইকবাল তার ফেসবুকে পোস্টে লিখেন, ‘গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে (শনিবার) ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।’