ইকবাল হাসান:
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে উইন্ডিজদের সংগ্রহ ৬ উইকেটে ২৪৪ রান।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৩১ রানে রান করে নিউজিল্যান্ডের ৪৬০ রানের জবাবে। ফলে ফলোঅনে পড়ে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ব্যর্থ উইন্ডিজ ব্যাটসম্যানরা। দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্ল্যাম্পবেল লাঞ্চের আগেই সাজঘরে ফেরেন। ৬৮ রান করেন ক্যাম্পবেল। মাত্র ৪ রানে বোল্টের শিকার হন ড্যারেন ব্রাভো। কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরেন রোস্টন চেজ।
তবে অধিনায়ক জেসন হোল্ডারের অপরাজিত ৬০ রান এখনো আশা বাঁচিয়ে রেখেছে উইন্ডিজদের। আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত ওভারের আগেই শেষ হয়। নিউজিল্যান্ডের চেয়ে এখনো ৮৫ রান পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা। ৩ উইকেট নিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
উল্লেখ্য, প্রথম টেস্টে ইনিংস ও ১৩৪ রানের ব্যবধানে ক্যারিবিয়ানদের হারায় ব্লাক ক্যাপসরা।