ইকবাল হাসান:
লিওনেল মেসির দেয়া গোলে লা লিগায় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে কোম্যানের দল।
ন্যু ক্যাম্পে হওয়া দু’দলের শেষ ১৪ ম্যাচে মেসিদের জয় থাকলেও লেভান্তের বিপক্ষে লা লিগায় প্রথমার্ধে চমক দেখাতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধে লিড নিতে না পারলেও ম্যাচের শেষের দিকে ৭৬ মিনিটের সময় দুর্গ ঠিক রাখতে পারেন নি লেভান্তের গোলকিপার। ডি ইয়ংয়ের পাসে চমৎকার গোল করে ন্যু ক্যাম্পের কনকনে ঠান্ডায় উত্তাপ ছড়িয়েছেন মেসি।
এর আগে ৬১ মিনিটে গ্রিজম্যানের শট বারের ওপর দিয়ে চলে গিয়েছে। এছাড়া, মেসির প্রথম গোল হওয়ার আগে ৭০ মিনিটে মেসিকে হতাশ করেছেন লেভান্তে গোলরক্ষক ফারনান্দেজ।
শেষদিকে ক্রিনকাও, পেদ্রিরা ঝলক দেখিয়েছেন। কিন্তু গোল আর হয়নি। শেষ পর্যন্ত লেভান্তের বিপক্ষে কষ্টের জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।