ইকবাল হাসানঃ
বার্নলি’র কাছে ১-০ গোলে হেরে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে আর্সেনাল। মৌসুমের শুরুটা ভাল হলেও, শুরুটা ধরে রাখতে পারেন নি তারা।
লিগে টটেনহ্যামের কাছে হারের পর ইউরোপা লিগে ডানডকের বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়িয়েছিলো আর্টেটার দল। তবে, লিগে সেই হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে গানাররা।
এমিরেটসে দুর্বল বার্নলি’র বিপক্ষে শুরু থেকেই ভাল কোন আক্রমণ রচনা করতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধে গ্রানিত জাকা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ৭৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন দলের সেরা তারকা অবামেয়াং।
গ্যাবনের এই তারকা স্ট্রাইকারের ভুলের মাসুল গুণতে হয়েছে আর্সেনালকে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছে আর্টেটার দল।