ইকবাল হাসান:
আইসিসি নারী বিশ্বকাপ শুরু হতে এখন থেকে আরো ১৬ মাস বাকি থাকলেও আইসিসি এখনি সেই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। ২০২২ সালের নারী বিশ্বকাপটি হতে যাচ্ছে নিউজিল্যান্ডে।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সূচি ঘোষণা করে আইসিসি। ২০২২ সালের ৪ মার্চ তাওরাঙ্গা বে ওভালে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হবে বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দলের। এর মাধ্যমেই পর্দা উঠবে নারী বিশ্বকাপ আসরের। নিউজিল্যান্ডের ৬টি শহরে খেলা হবে টুর্নামেন্টের ৩১টি ম্যাচ। তারপর পর্দা নামবে ৩ এপ্রিল।
এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নিবে। তার মধ্যে
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত নিশ্চিত। বাকি তিনটি দল নির্ধারিত হবে শ্রীলঙ্কায় হওয়া এক টুর্নামেন্টের মাধ্যমে।
এছাড়া, এই টুর্নামেন্টটি হতে যাচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সেরা চার দল নিয়ে হবে সেমি ফাইনাল। তারপর সেমিফাইনালে জেতা দুই দল নিয়ে হবে সর্বশেষ খেলা ফাইনাল।