ইকবাল হাসান:
সাধারণত ম্যাচ শুরুর আগে মুহূর্তে স্কোয়াড প্রকাশ করা হলেও ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট উপলক্ষ্যে একদিন আগেই স্কোয়ার্ড ঘোষণা করলো।
ভারতের ঘোষণা করা স্কোয়ার্ডে উইকেট সামলাবেন ঋদ্ধিমান সাহা। জায়গা হয় নি রিশাব পান্টের। এছাড়া জায়গা হয় নি রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিনেরও।
এছাড়া, দ্বিতীয় দিবারাত্রির ম্যাচে ভারতের পেস আক্রমণভাগ সামলাবেন মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।
এছাড়া, চোটের কারণে দলে নেই রোহিত শর্মা। তাই, মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে দলের ইনিংস সূচনার দায়িত্ব পালন করবেন পৃথ্বী শাও।
তবে, চোটজর্জর অস্ট্রেলিয়া দলটি জুতসই একাদশ দাঁড় করাতে একটু হিমশিমই খাচ্ছে। এখনো তারা একাদশ ঘোষণা করে নি।
প্রসঙ্গত, এই টেস্ট ভারতের জন্য দ্বিতীয় গোলাপি বলের টেস্ট। এর আগে প্রথমবারের মতো বাংলাদেশের সাথে গোলাপি বলের টেস্ট খেলে ইডেনে।
একনজরে ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), পৃথ্বী শাও, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হানুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।