ইকবাল হাসান:
দুই দিনের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান হারিয়েছেন তার দুই আত্মীয়স্বজনকে।
তার শ্বশুরু অসুস্থ থাকায় খিলনার হয়ে ফাইনাল ম্যাচ না খেলেই উড়াল দিয়েছিলেন আমেরিকার উদ্দেশ্যে। কিন্তু তার পৌঁছানোর আগেই চোখ বুজছেন তার শ্বশুর মমতাজ উদ্দিন সরদার। মৃত্যুর আগে অনেক দিন যাবত অসুস্থ ছিলেন তিনি। তার বাড়ি নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ইউনিয়নে। তার মরদেহ দেশে আনা হবে কি না তা এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেওয়া হবে সেই সিদ্ধান্ত।
তার শ্বশুরের মৃত্যুর আগে গত রবিবার মারা যান সাকিবের ফুপা কাজী ওমর আলী। মাত্র ৬০ বছর বয়সে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে মাগুরের মিঠাপুরে দাফন করা হয়েছে। সাকিব আল হাসানের ফুপাত ভাই সোহান তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
উল্লেখ্য, সাকিব বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৯ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১১০ রান। এছাড়া, বল হাতে তেমন উইকেট না পেলেও ইকোনোমিকাল বোলিং করেছে।