ইকবাল হাসান:
পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন। মূলত নিউজিল্যান্ড সফরে দলে জায়গা না পাওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি।
বুধবার (১৬ ডিসেম্বর) রাতে লঙ্কান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলেছেন মোহাম্মদ আমির। শ্রীলঙ্কা থেকেই পাকিস্তানের টিভি চ্যানেলকে অবসরের সিদ্ধান্তের কথা জানান। পাকিস্তান টিভিকে দেয়া সে সাক্ষাৎকারে আমির জানান, ‘এই টিম ম্যানেজমেন্টের অধীনে আর খেলতে চাই না। তারা মানসিকভাবে আমাকে আঘাত করেছে।’
আমির অভিযোগ করে বলেন, অফ ফর্মের কারণে প্রধান কোচ মিসবাহ উল হক, বোলিং কোচ ওয়াকার ইউনুসরা তাকে কটু কথা শুনিয়েছেন। পারফরমেন্সের কারণে দলের কোচ রীতিমতো উপহাস করেছেন।’
এর আগে আমির টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেন।সে সময় পাকিস্তানের সিনিয়র ক্রিকেটাররা তার কঠোর সমালোচনা করেন।
উল্লেখ্য, ৩৬ টেস্টে ১১৯ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। এ ছাড়া ৬১ ওয়ানডেতে ৮১ ও ৫০ টি-টোয়েন্টি খেলে আমিরের শিকার ৫৯ উইকেট।