ইকবাল হাসান:
আগামী দুই বছরের মধ্যে জাতীয় দলের জন্য একটা আলাদা টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করতে চায় বোর্ড। এমনটি জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তরুণদের পারফরম্যান্সের পর এরকম ভাবাই যৌক্তিক।অভিজ্ঞদের ছাপিয়ে ব্যাটে কিংবা বলে নবীনদের জয়গান শোনা যাচ্ছে চারপাশে।
বর্তমান আন্তর্জাতিক সুচিকে মাথায় রেখে সব দেশেরই আছে আলাদা টিম। এবার সেরকম কিছুই দেখা যেতে পারে টাইগার স্কোয়ার্ডে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড গঠনে এখনই কাজ শুরু করে দিয়েছে বোর্ড।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘এটা নিয়ে পরিকল্পনা আছে আমাদের। চলতি টুর্নামেন্টে যারা ভালো করছে তাদের নজরে রাখছি। ভালো খেলোয়াড় বাছাই করব আমরা। আগে বিদেশি ক্রিকেটারদের ভিড়ে দেশের খেলোয়াড়রা পারফরমেন্স করতে পারত না। এবার সেটা হয়নি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘পরিবর্তন দরকার। কিন্তু খেয়াল রাখতে হবে সঠিক খেলোয়াড় বাছাই করার সময়। সামনে আমাদের অনেক ক্রিকেট আছে। আশা করছি দু-এক বছরের মধ্যে নতুন একটা দল করতে পারব আমরা।’