ইকবাল হাসান:
বাফুফে নির্বাচনের আগে যে ৩৬ দফা ইশতেহার দিয়েছিলো বাফুফে বস কাজী সালাউদ্দিন সেই দফা বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন তিনি।
শিগগির ফেডারেশন চত্বরে কোটি টাকা ব্যয়ে একটা আধুনিক জিমনেশিয়াম তৈরির কাজ শুরু করবে বাফুফে। যেখানে জাতীয় দলের ফুটবলার ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ের খেলোয়াড়রা জিমের শতভাগ সুবিধা পাবে। সে সঙ্গে ফুটবলার তৈরিতে বেশ কয়েকটি একাডেমি করার ওপর জোর দিয়েছেন বাফুফে সভাপতি।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমরা আমাদের মতো কাজ শুরু করছি। বাকিটা দেখার অপেক্ষায় থাকুন। একটা কমপ্লায়েন্স (ফিফার সুযোগ-সুবিধা সংবলিত) ফুটবল স্টেডিয়াম নেই। আমরা ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা রাখি শিগগির হবে এটা।’
কাজী সালাহউদ্দিন আরো জানান, বাফুফের উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ৪টি আন্তর্জাতিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করা। এবার সরকারের সঙ্গে আলোচনা করে একটি ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম করার পরিকল্পনা বাফুফের।
এছাড়া প্রতি বছর এএফসি কিংবা জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততার জন্য লিগ সময়মতো শেষ করা সম্ভব হয় না। তাই এবার ক্যালেন্ডার অনুযায়ী সময়মতো টুর্নামেন্ট শেষ করার প্রতিশ্রুতি দেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান।
বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী জানান, ‘সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই ঘরোয়া লিগের ওপর। যে ক্যালেন্ডার দেব সে অনুযায়ী লিগ শেষ করার প্রত্যাশা করছি আমরা।’
Good work