ইকবাল হাসান:
বল হাতে দারুন করছেন মুস্তাফিজুর রহমান। গাজী গ্রুপ চট্টগ্রামকে বল হাতে একটার পর একটা জয় এনে দিয়েছেন। অনেক ম্যাচ একা হাতেই বের করে এনেছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৯ ম্যাচে ২১ উইকেট শিকার করেছেন তিনি। যা আসরে সর্বোচ্চ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) জেমকন খুলনার বিপক্ষে ফাইনাল ম্যাচে মুস্তাফিজ দাঁড়িয়ে আছেন এক অনন্য রেকর্ডের সামনে। কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকার। বাংলাদেশিদের মধ্যে যে রেকর্ডটি একমাত্র সাকিব আল হাসানের।
বিপিএলের ষষ্ঠ আসরে (২০১৮-১৯) ঢাকা ডায়নামাইটসের হয়ে ২৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। ফাইনালে আর ৩ উইকেট পেলেই রেকর্ডটি নিজের করে নেবেন মোস্তাফিজ। তার যা ফর্ম এই মুহূর্তে সেরকম কিছু একটা হতেই পারে।
এছাড়া, চট্টগ্রামের অধিনায়ক মিঠুনও মুস্তাফিজকে দারুণভাবে ব্যবহার করেছেন এই টুর্নামেন্টে।