ইকবাল হাসান:
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নোংরা রাজনীতির কারনে অনেক সময়ই নষ্ট হয়েছে অমূল্য প্রতিভাগুলো। এরকমই আরেকটি প্রতিভা আমিরও না বলে দিলেন পাকিস্তান ক্রিকেটকে। তার হটাৎ অবসরের ঘোষণায় অবাক হয়েছে সমর্থক ও সাবেক খেলোয়াড়রা। এর মধ্যে আছে গতিদানব শোয়েব আখতারও।
শোয়েব আখতার আমিরের পাশে এসে দাঁড়িয়েছেন এই দুঃসময়ে। তাকে দলে ফেরানোর আবেদন জানিয়েছেন শোয়েব আকতার।
নিজের টুইটার অ্যাকাউন্টে শোয়েব লিখেছেন, ‘মোহাম্মদ আমিরকে আমার অধীনে খেলতে দিন, দেখুন সে মাঠে কী কী করে! ছেলেটাকে নষ্ট হতে দেবেন না।’
তিনি পিসিবিকে আরো বলেন আমিরের দায়িত্ব তাকে দিতে। যাতে তিনি আমিরকে তার খারাপ মুহূর্ত থেকে বের করতে পারেন।
আমিরকে নিয়ে শোয়েব আখতার আরও বলেন, ‘আমিরের আরও ভালো বোলিং করা উচিত ছিল এবং পারফরম্যান্সের উন্নতি করা প্রয়োজন ছিল। তাহলে কেউই তাকে দল থেকে বাদ দিতে পারতো না। ভয়কে জয় করা অবশ্যই উচিত এবং নিজের পারফরমেন্সের প্রতিপক্ষ বানিয়ে নেয়া উচিৎ ম্যানেজমেন্টকে।’