ইকবাল হাসান:
পাকিস্তান ক্রিকেট দলের নতুন নির্বাচক হলেন সাবেক ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম। এর আগে পাকিস্তান ক্রিকেট দলের (পিসিবি) প্রধান নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
প্রধান নির্বাচক ছাড়াও ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ ওয়াসিমকে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা। অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের নিয়োগ নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফি শেষে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ওয়াসিম।
অন্যদিকে, নর্দার্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচের দায়িত্বে আছেন মোহাম্মদ ওয়াসিম। গত মৌসুমে তার অধীনে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন হয় নর্দার্ন।