ইকবাল হাসান:
শুধু বিপিএল নয় সুযোগ পেলে প্রতি বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করতে চায় বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ। তার মতে, বিপিএল থেকে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ বেশি আনন্দদায়ক ছিলো।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিপিএলের পাশাপাশি সুযোগ থাকলে, প্রতি বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করতে চায় বিসিবি। এখানে খেলার মান খুব ভাল। ক্রিকেটাররা ভালো খেলেছে।’
মোস্তাফিজ-লিটন-সৌম্যদের ভাসিয়েছেন প্রশংসায়। আর নতুনদের উঠে আসাকে দেশের ক্রিকেটের জন্য দেখছেন ইতিবাচক বার্তা হিসেবে।নাজমুল হাসান এ বিষয়ে বলেন, ‘নতুন ক্রিকেটাররা খুব ভালো করেছে। বিশেষ করে শান্ত নিজেকে অনেক পরিণত করে তুলেছে। অলরাউন্ডার মেহেদী হাসান ভবিষ্যতের জন্য ভালো প্রসপেক্ট। এদের দিয়ে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী হবে।’
বঙ্গবন্ধু টি-২০ কাপ আয়োজন করা গেলেও ঢাকা লিগে খেলা ক্রিকেটারদের জন্য সুখবর দিতে পারেন নি বিসিবি প্রধান। আপাত দৃষ্টিতে ক্লাব ক্রিকেট নেই বিসিবির ভাবনায়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর করোনা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে বোর্ড।
বিসিবি সভাপতি ওয়েস্ট ইন্ডিজ সফর সম্পর্কে জানান, ‘এখন আমাদের মনোযোগ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের দিকে। যদি এর আগে আমরা অন্য টুর্নামেন্ট আয়োজন করি সেখানে কেউ আক্রান্ত হলে দেশের বাইরে এটা ভালো ভাবে নিবে না। যদি ভ্যাকসিন আসে, তখন আমরা সবাই ভ্যাকসিনের আওতায় এনে এরপর খেলা শুরু করতে পারি।’
প্রসঙ্গত, জাতীয় দলের ব্যাটিং কোচের পদ খালি পরে আছে বেশ কয়েকমাস ধরে। এই খালি পদে দ্রুত নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন