ইকবাল হাসান:
ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) গুরুগ্রামে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। নিজের বিয়ের ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভক্তদের কাছে বিয়ের সুখবর জানান চাহাল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরে বান্ধবীর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন। তবে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর মাঝে ছাত্র-শিক্ষিকার সম্পর্ক ছিল বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়।
টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, ‘কোনো একদিন শুরু হওয়া দু’জনের সম্পর্ক এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিল। এখন থেকে অনন্তকালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।’
এর আগে গেল আগস্টে দু’জনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দু’জনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চাহাল। ইনগেজমেন্টের ছবি শেয়ার করে চাহাল লিখেছিলেন, ‘আজ থেকে আমরা হ্যাঁ বললাম।’
ধনশ্রী জানিয়েছিলেন, ‘আমাদের মধ্যে ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলে ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। এরপর থেকে আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।’
চাহালের নববধূ ধনশ্রী পেশায় একজন কোরিওগ্রাফার ও ইউটিউবার। এছাড়া তিনি ধনশ্রী ভার্মা কোম্পানির প্রতিষ্ঠাতাও।