ইকবাল হাসান:
ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরুর কারণে বরখাস্ত করা হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ থমাস টাচেলকে।
জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে এ খবর। তবে পিএসজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
তাকে বরখাস্ত করা হয় স্ত্রাসবার্গের বিপক্ষে ৪-০ গোলে জেতার দিন। লিগের মাঝামাঝি পর্যায়ে পৌঁছেও শীর্ষস্থানে যেতে না পারাই এর মূল কারণ।
২০২০-২১ মৌসুমের ফ্রেঞ্চ লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলেছে পিএসজি। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে তারা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তাদের ওপরে রয়েছে অলিম্পিক লিও ও লিলে।
প্রসঙ্গত, বরখাস্ত হওয়ার আগে পিএসজির হয়ে আড়াই বছরে ৬টি শিরোপা জিতেছেন টাচেল। এছাড়া তার অধীনেই গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলেছিল পিএসজি।