ইকবাল হাসান:
প্রথম টেস্ট খারাপ গেলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে আউট করা কিংবা নিজেদের ব্যাটিং দৃঢ়তায় ৮২ রানের লিড নেয়া সব জায়গাতেই বদলে যাওয়া ভারতীয় ক্রিকেট দলের ছাপ রাখছে রাহানেরা।
এই বদলে যাওয়া ভারতের নেতৃত্ব ডিসিফাহে খোদ টেস্ট ক্যাপ্টেনশিপ পাওয়া রাহানে। তার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ৮২ রানের লিড পেয়েছে। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭। জাদেজাকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন রাহানে।
তবে, ভারত ব্যাটিংয়ে নেমে প্রথমেই হোঁচট খায়। তারপর স্টার্কের বলে শুভমান গিল, পূজারা আউট হয়ে গেলে হাল ধরেন আজিঙ্কা রাহানে।ফিফটি তুলে নেয়ার পাশাপাশি হনুমা বিহারি ও রিশাভ পন্থের সঙ্গে গড়েন দুটি ছোট ছোট জুটি। তাদের বিদায়ের পর রবীন্দ্র জাদেজার সঙ্গে জমে উঠে তার রসায়ন। দুজন মিলে স্কোর বোর্ডে যোগ করেন ১০৪ রান। সেঞ্চুরি করা রাহানে ১০৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।
অপর প্রান্তে অপরাজিত আছেন জাদেজা। তার সংগ্রহ ৪০ রান। এর আগে সব কটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৯৫ রান করে অস্ট্রেলিয়া।