ইকবাল হাসান:
সাইফ স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়নকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো ।
ফেডারেশন কাপের শুরুটা দারুন হয়েছিলো সাইফের। উত্তর বারিধারাকে হারানোর পর ব্রাদার্সের বিপক্ষে জয়ে শেষ আটের পথে অনেকটা এগিয়ে গিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
ম্যাচের প্রথম থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে সাইফ।১৬ মিনিটে ব্রাদার্স গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ।
এরপর আরো আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের রক্ষণ শিবির ব্যস্ত রাখে আরাফাত-আরিফুররা। তাইতো ৩৬ মিনিটে ফ্রি কিক থেকে দলকে আবারো লিড এনে দেন ইয়াসিন আরাফাত।
বিরতির পরও অল আউট ফুটবল সাইফ স্পোর্টিংয়ের। যেখানে ব্রাদার্স যেন পাত্তাই পায়নি পল জোসেফ বাহিনীর কাছে। ৪৮ মিনিটে কেনেথের অ্যাসিস্টে ব্যবধান বাড়ান আরিফুর।
৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন কেনেথ। ফলে বড় জয়ের আভাস পায় সাইফ।
এরপর তিন মিনিটের ব্যবধানে মিরাজ ও সাজ্জাদ লক্ষ্যভেদ করলে ৬-০ গোলে এগিয়ে যায় পলের শিষ্যরা।
প্রসঙ্গত, যোগ করা সময়ে স্পট কিক থেকে স্বান্ত্বনাসূচক গোল পায় ব্রাদার্স।