ইকবাল হাসান:
আইসিসির দশক সেরা টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি স্কোয়ার্ডে বাংলাদেশীদের মধ্যে সাকিব ছাড়া আর কেউ নেই। সাকিব যে সব ফরম্যাটেই দলে আছে সেরকম নয়। শুধু ওয়ানডে দলে রাখা হয়েছে তাকে।
তিন ফরম্যাটের জন্য আইসিসি আলাদা ক্যাপ্টেন বেছে নিয়েছে। টেস্টের জন্য বিরাট, টি-টুয়েন্টির জন্য ধোনি।
এছাড়া, সকল স্কোয়ার্ডেই রয়েছে ভারতীয় খেলোয়াড়দের আগ্রাসন। ওয়ানডে দলে তিন জন, টেস্ট দলে দুই জন, টি-টুয়েন্টি দলে চার জন ভারতীয় খেলোয়াড় রয়েছে।
নীচে সকল ফরম্যাটের স্কোয়ার্ড দেয়া হলো:-
আইসিসির দশকসেরা টি টোয়েন্টি একাদশ:
রোহিত শর্মা (ভারত)
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
বিরাট কোহলি (ভারত)
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
মাহেন্দ্র সিং ধোনি (ভারত) (উই. ও অধি.)
কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
রশিদ খান (আফগানিস্তান)
জাসপ্রিত বুমরাহ (ভারত)
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
আইসিসির দশকসেরা টেস্ট একাদশ:
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
বিরাট কোহলি (ভারত) (অধি.)
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) (উই.)
বেন স্টোকস (ইংল্যান্ড)
রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)
জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)
আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, এম এস ধোনি (উই.), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা এবং ইমরান তাহির