ইকবাল হাসান:
দীর্ঘদিন পর মিরপুর খেলোয়াড়দের পদচারনায় মুখরিত। বাংলাদেশে এসে তিন দিনের আইসোলেশনের পর এবারই প্রথমবার অনুশীলন করে ওয়েস্ট ইন্ডিজ দল।
আগের দিন টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েইট বলেছিলেন, বাংলাদেশের স্পিনিং উইকেট নিয়ে আলাদা পরিকল্পনা আছে। স্পিনারদের নেট সেশন তাই যেন দীর্ঘ।
ওয়ানডে দলটা তুলনামূলক অনভিজ্ঞ হলেও, একেবারে হাল ছেড়ে দিতে নারাজ জেসন মোহাম্মদ বাহিনী। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের অধিনায়ক জেসন মোহাম্মদ বলেন, বাংলাদেশের স্কোয়াড শক্তিশালী। সাদা বলে হোম ভেন্যুতে তারা ভালো খেলে। তবে, আমরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সিরিজ জয়ই আমাদের লক্ষ্য থাকবে। সেজন্য পুরো সিরিজে আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো জায়গাতেই ঘাটতি রাখা যাবেনা।
এছাড়া, আইসোলেশন নিয়ে জেসন মোহাম্মদ বলেন, আইসোলেশনে থাকাটা খুব কঠিন ছিল। বন্দী অবস্থা থেকে বের হতে পেরে ভালো লাগছে। প্রথম প্র্যাক্টিস সেশনটা ভালো গেছে।