ইকবাল হাসান:
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশকেই সেরা মানছেন ওয়েস্ট ইন্ডিজ বোলার কেমার রোচ।
তার মতে, বাংলাদেশ এখন দল হিসেবে গড়ে উঠছে। যে কারণে তারা শক্ত প্রতিপক্ষ। তাই নিজেদের ফোকাস ঠিক রাখার পক্ষে ৩২ বছর বয়সী এ পেসার। শুক্রবারের অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ। দল হিসেবে তারা এখানে গড়ে উঠেছে। আপনি আপনার সেরাটা দিন এবং যা করতে চান তাতে ফোকাস রাখুন যতটা সম্ভব আপনি পারেন।’
রোচ আরো বলেন, ‘বাংলাদেশের বিপক্ষেই আমার শুরু হয়েছিল, অবশ্য সেটা ঘরের মাঠে ছিল। কিন্তু বেশ কয়েকবারই বাংলাদেশে আসা হয়েছে, ওয়ানডে ও টেস্ট খেলেছি এখানে। এটা সবসময় আমাকে বিশ্বাস জোগায় মানসিকভাবে।’
দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার না থাকার ফলে বাড়তি দায়িত্বের ব্যাপারেও সচেতন রোচ। অন্য দুই নিয়মিত পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও আলঝারি জোসেফকে নিয়ে এগুনোর পরিকল্পনা
বোলিং লাইন আপ নিয়ে রোচ বলেন, ‘আমি এবং শ্যান (শ্যানন গ্যাব্রিয়েল)- আমাদের কাজটা করতে হবে, আলজারিও (জোসেফ) আছে। স্পিনারদের সম্ভবত আরও কিছু কাজ করতে হবে। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে হবে, বোলিং ইউনিটের সাফল্যের জন্য টিমওয়ার্ক করতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে যে সিরিজে অভিষেক হয়েছিল রোচের, তখনও অনেকটা দ্বিতীয় সারির দলই ছিল ওয়েস্ট ইন্ডিজের। বেতন-ভাতা বিষয়ক ঝামেলার কারণে সে সিরিজেও খেলেননি শীর্ষ খেলোয়াড়রা। এবার করোনাভাইরাসের সতর্কতার কারণে আসেননি নিয়মিত খেলোয়াড়দের অনেকে।
দুই সিরিজের মধ্যে তুলনামূলক আলোচনায় রোচ বলেন, ‘তখন (২০০৯) আমি বেশ অনভিজ্ঞ ছিলাম। আমি মনে করি, ছেলেরা তখন বেশ চাপে ছিল ভালো করার জন্য, কিন্তু তারা পারেনি। তবে সবাই সবসময় খুশি ছিল এবং আমাদের বেশিরভাগের জন্যই বড় একটা শিক্ষা ছিল।’
‘আর এবার এটা আমাদের জন্য দ্বিতীয়বার একই পরিস্থিতি হয়েছে। যেটা বললাম আমরা ভালো পরিকল্পনা করছি, গ্রুপ হিসেবে দল হিসেবে আমাদের কী করতে হবে। ব্যাটসম্যানদের মধ্যে ভালো আলাপ হচ্ছে, আজকে এবং গতকালকে তাদের দেখে ভালোই মনে হচ্ছে। আশা করছি অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে ভালো প্রস্তুতি নিয়েই আমরা টেস্ট সিরিজ শুরু করব।’
প্রসঙ্গত, এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ৬০ ম্যাচে ২০৪ উইকেট শিকার করেছেন রোচ। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ৮ ম্যাচে শিকার ৩৩ উইকেট।