ইকবাল হাসান:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন অবশেষে ফিরলেন।
কাতারের বিপক্ষে হারার পর তার চাকরি হারানোর গুঞ্জন শোনা গেলেও বিষয়টা এখনো পরিষ্কার নয়। তবে, আপাতত কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে।
প্রধান কোচ জেমি ডে বলেন, ‘বাংলাদেশ সবাইকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে বাংলাদেশে এসে পৌঁছলাম। আমি, যেহেতু ইংল্যান্ড থেকে এসেছি, তাই সরকারি নিয়ম মেনে আপাতত হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকব। এরপর সবার সঙ্গে দেখা হবে।’
জেমির আগে দেশে এসেছেন তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। গত ৭ জানুয়ারি থেকে কোয়ারেন্টিনে আছেন তিনিও। বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ হলে, লিগের ম্যাচ দেখতে নিয়মিত মাঠে যাবেন দুজন। এরপর ফেব্রুয়ারির লিগ বিরতিতে, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ উপলক্ষে ক্যাম্প করবেন জাতীয় দলের।
জেমি ডে আরও বলেন, ‘বাংলাদেশ ওয়াটকিসও চলে এসেছে। সে আমার আগেই মুক্ত হয়ে যাবে। এরপর লিগ ম্যাচগুলো দেখবে নিয়মিত। আমার কোয়ারেন্টিন শেষে তার সঙ্গে যোগ দেব। দুজনে মিলে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাইয়ের কাজটাও শুরু হবে এরপর। ফেব্রুয়ারিতে আমাদের ক্যাম্প করার কথা রয়েছে।’
সূচি অনুযায়ী ২৫ মার্চ সিলেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের।