শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide3 / বাবরের উপর থেকে সকল অভিযোগ তুলে নিলেন অভিযোগকারী নারী

বাবরের উপর থেকে সকল অভিযোগ তুলে নিলেন অভিযোগকারী নারী

ইকবাল হাসান:

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম লাহোরের হামিজা মুখতার নামে এক নারীর করা যৌন হয়রানির অভিযোগ থেকে রেহাই পেলেন। তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা তুলে নিয়েছেন
তিনি।

বাবরের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে হামিজা মুখতার বলেন, ‘বাবর আজমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কখনো ছিলও না। তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ মিথ্যা।’

টুইটার অ্যাকাউন্টে হামিজা আরও বলেন, ‘আজকের পর থেকে বাবরের বিরুদ্ধে আমার আনা অভিযোগের কোনো ভিডিও কেউ শেয়ার করবেন না। যদি কেউ আমার আগের ভিডিও ব্যবহার করেন সে জন্য আমি দায়ী থাকব না।’

এর আগে বাবর আজম বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে দিনের পর দিন যৌন নির্যাতন করেছেন বলে হামিজা মুখতার অভিযোগ করেছিলেন।

About Md Shahadat Hossain

Check Also

বাসাতেই থাকছেন মেসি

ইকবাল হাসান: অনেক জল্পনা-কল্পনার পর বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আগের বেতনের অর্ধেক বেতন অর্থাৎ ৪০০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।