ইকবাল হাসান:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে।
২৪ জনের প্রাথমিক দল থেকে ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি।
অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের সামঞ্জস্যতায় দেওয়া হয়েছে দল। অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার মাহাদী হাসান, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে দলে রেখেছেন নির্বাচকেরা।
উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ানডে ২০ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি আর তৃতীয় ওয়ানডে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাহাদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।