ইকবাল হাসান:
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন জুনের তৃতীয় সপ্তাহে জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা। এছাড়া, শ্রীলঙ্কা সফরে ভেন্যু ও কোয়ারেন্টিন প্রোটোকল নিয়ে চলতি সপ্তাহেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বাংলাদেশ ক্রিকেটে জিম্বাবুয়ে ক্রিকেট দলের অবদান স্বরনীয়। তিন ফরম্যাট মিলিয়ে ১০৫ বার মুখোমুখি হয়েছে দু’দল। বাংলদেশে জিম্বাবুয়ে আসলেও বাংলাদেশ ২০১৩ সালের পর আর আতিথেয়তা নেয়নি জিম্বাবুয়ের। এর অবসান হতে যাচ্ছে ৮ বছরের অপেক্ষার। সব ঠিক থাকলে এফটিপি অনুযায়ী জুনের মাঝামাঝিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে আমাদের এফটিপি প্রতিশ্রুতি হয়েছে। জুনের মাঝামাঝি হবে সে সফর। এর আগে কোয়ারেন্টিন ক্যাম্প করবো।’
এর আগেই বিসিবির সামনে আছে আরও গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। এপ্রিলে বহুল আলোচিত লঙ্কা সফরে যাচ্ছে টাইগার বাহিনী। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভেন্যু হিসেবে কলম্বো অনেকটাই নিশ্চিত। কোয়ারেন্টিন ও ক্যাম্পের জন্য দলকে এর আশে পাশেই রাখার পরিকল্পনা বোর্ডের।