ইকবাল হাসান:
টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও হাত ছাড়া হলো আইরিশ উলভসদের।
শুক্রবার (১২ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে ১৮২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে, ২ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যান সাইফ-আকবররা। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে উলভস। দলীয় ১৪ রানেই সাজঘরে ফেরেন ওপেনার স্টিফেন ডোহেনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারৱাতে থাকে তারা। বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে সুমন খান নেন ৪টি উইকেট। এছাড়া সাইফ হাসান, মুকিদুল ইসলাম ও রাকিবুল হাসান নেন দুটি করে উইকেট।
জবাবে, শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও ইয়াসির আলী দুজনই ২ রান করে ফিরে যান।
তবে শুরুর চাপ সামাল দেন জয় ও তৌহিদ। দু’জন মিলে দেখেশুনে খেলতে থাকেন। অবিচ্ছিন্ন এই জুটির কল্যাণেই জয়ের দেখা পায় স্বাগতিকরা। ১৩৫ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন জয়। অন্য প্রান্তে ৯৭ বলে ৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়।
এর আগে আইরিশ এক ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার কারণে দু’দলের মধ্যকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।