বৃহস্পতিবার , জুন 1 2023
Home / Slide3 / করোনায় আক্রান্ত ভারতীয় অধিনায়ক ছেত্রী

করোনায় আক্রান্ত ভারতীয় অধিনায়ক ছেত্রী

ইকবাল হাসান:

করোনার বিরুদ্ধে লড়াই করবার জন্য টিকা প্রয়োগের ব্যবস্থা করা হলেও থামানো যাচ্ছে না করোনার দাপট। এবার করোনা আঘাত হেনেছে ভারটের ফুটবল দলে। আক্রান্ত হয়েছেন দেশটির জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রি।

ছেত্রির করোনা আক্রান্ত হওয়ার খবর ছেত্রী নিজেই তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। ফলে আগামী ২৫ মার্চ ওমানের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে খেলাও পড়ে গেছে শঙ্কায়।

টুইটারে ছেত্রি জানিয়েছেন, খুব একটা খুশির সংবাদ নয়। আমি করোনায় আক্রান্ত হয়েছি। তবে আমি এখন পর্যন্ত ভালোই আছি, আর ভাইরাস থেকে সুস্থ হওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি শিগগিরই ফুটবল মাঠে ফিরতে পারব। করোনাভাইরাস থেকে দূরে থাকতে ভক্ত-সমর্থকদেরকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন ভারতীয় এই ফরোয়ার্ড।

৩৬ বছর বয়সী এই তারকা গেল মাসেও গোয়াতে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন, খেলছিলেন ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)। তবে তার দল বেঙ্গালুরু এফসি সেমিফাইনালে উঠতে না পারায় মৌসুমটাই শেষ হয়ে গেছে তার।

About Md Shahadat Hossain

Check Also

হারলে সমালোচনা হবে, হোক : কাজী সালাউদ্দিন

ইকবাল হাসান: সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে কিরগিজস্তান ও ফিলিস্তিনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলদেশ। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।