শুক্রবার , মার্চ 24 2023
Home / Slide1 / ১০ হাজারি ক্লাবে মিতালি রাজ

১০ হাজারি ক্লাবে মিতালি রাজ

ইকবাল হাসান:

ভারতের অধিনায়ক মিতালি রাজ নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

শুক্রবার (১২ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই মাইলফলক গড়েন তিনি।

তিন ফরমেট মিলিয়ে ৩১১ তম ম্যাচে এই মাইলফলক ছুঁলেন মিতালি। এর আগে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস সর্বপ্রথম নারী হিসেবে ১০ হাজার রানের রেকর্ড গড়েন। তার সর্বমোট সংগ্রহ ১০ হাজার ২৭৩ রান। আর মাত্র ২৭৩ রান করলেই শার্লট এডওয়ার্ডসকে ছাপিয়ে নারী ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রাহকের শীর্ষে উঠবেন মিতালি।

নারী ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শার্লট এডওয়ার্ডস ও মিতালি রাজের পরেই আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। তার সংগ্রহ ৭ হাজার ৮৪৯ রান। চতুর্থ অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজের স্টেফেনি টেইলর। যার সংগ্রহ ৭ হাজার ৮১৬ রান। এছাড়া ৬ হাজার ৯০০ রান নিয়ে পঞ্চম অবস্থানে আছে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।

About Md Shahadat Hossain

Check Also

একই গ্রুপে ভারত-পাকিস্তান

ইকবাল হাসান: আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার (১৬ জুলাই) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।