শনিবার , মে 27 2023
Home / Slide3 / ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কোহলির রেকর্ড

ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কোহলির রেকর্ড

ইকবাল হাসান:

ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান করার মাইলফলক স্পর্শ করলেন।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

এদিন অভিষিক্ত কিষাণকে নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন কোহলি। দুজনে ৫৪ বলে ৯৪ রানের জুটি গড়েন। তবে শেষ পর্যন্ত কোহলিকে আউট করতে পারেনি ইংলিশরা। ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে অপরাজিত ৭৩ রানে জয় তুলেই মাঠ ছাড়েন অধিনায়ক।

৭৩ রান করার সুবাদে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। ৮৭ ম্যাচে ৮১ ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৯৪ রানের ইনিংস নিয়ে মাইলফলকে এলেন ভারত অধিনায়ক। ২৬ ফিফটি থাকলেও সেঞ্চুরি নেই। রানের গড় ৫০.৮৬, স্ট্রাইকরেট ১৩৮.৩৫!

এছাড়া আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রানের দিক থেকে দুইয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২৮৩৯ রান তার। তিনে কোহলির সতীর্থ রোহিত শর্মা ২৭৭৩ রান নিয়ে। চারে অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ ২৩৪৬ ও পাকিস্তানের শোয়েব মালিক ২৩৩৫ রান তুলে রয়েছেন পাঁচ নম্বরে।

About Md Shahadat Hossain

Check Also

বাসাতেই থাকছেন মেসি

ইকবাল হাসান: অনেক জল্পনা-কল্পনার পর বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আগের বেতনের অর্ধেক বেতন অর্থাৎ ৪০০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।