ইকবাল হাসান:
ভারতীয় ক্রিকেটের পেস বোলিং সুপারস্টার জাসপ্রিত বুমরাহর বিয়ে নিয়ে আলোচনার অবসান ঘটালেন তিনি নিজেই। গোয়ায় বিলাসবহুল এক রিসোর্টে বিয়ের পিঁড়িতে বসলেন বুমরাহ। কনে টেলিভিশন উপস্থাপিকা সঞ্জনা গনেশন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকায় বিয়েতে উপস্থিত ছিলেন না বুমরাহর জাতীয় দলের সতীর্থরা। বুমরাহও ব্যস্ত থাকতেন এই সিরিজে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ছুটি নেন তিনি।
প্রথমে ভারতীয় গণমাধ্যমে শোনা গিয়েছিল, অভিনেত্রী অনুপমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বুমরাহ। পরে নাম আসে সঞ্জনার। শেষ পর্যন্ত সঞ্জনাই হলেন ভারতীয় তারকার জীবনসঙ্গীনি।
বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বুমরাহ লিখেছেন, ‘প্রেমের জোয়ারে ভেসে আমরা নতুন পথে যাত্রা শুরু করেছি। আজ আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। আমাদের বিয়ের খবর ও আমাদের উচ্ছ্বাসের কথা শেয়ার করতে পেরে আমরা অভিভূত।’