বৃহস্পতিবার , মার্চ 23 2023
Home / Slide1 / বাংলাদেশ গেমসের স্বর্ণ সালমা-জাহানারার দখলে

বাংলাদেশ গেমসের স্বর্ণ সালমা-জাহানারার দখলে

ইকবাল হাসান:

সিলেটে নারী ক্রিকেট ইভেন্টে শারমিন সুলতানার সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে স্বর্ণ পদক জিতল সালমা খাতুনের নীল দল।

সবুজ দল প্রথমে ব্যাট করতে নেমে ৭২ রানে অলআউট হয়। এ রানকে তাড়া করতে নেমে ২ উইকেটেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় নীল দল। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ নীল দলের পেসার জাহানারা আলম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নীল দলের অধিনায়ক সালমা খাতুন। ব্যাট করতে নেমে ধীরস্থিরভাবে শুরু করে সবুজ দল। তবে, বেশিক্ষণ টেকেনি তাদের প্রতিরোধ। নীল দলের বোলারদের তোপের মুখে ভেঙে পড়ে সবুজ দলের ব্যাটিং লাইনআপ। সানজিদা, রুমানা এবং রিতু ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। ৭২ রানে গুটিয়ে যায় তারা।

জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে নীল দলের ব্যাটাররা। মুরশিদা আউট হলেও, এক প্রান্ত আগলে রাখেন শামিমা। পরে তার সঙ্গে পিংকী যোগ দিলে, দুজনে মিলে সহজ জয়ের পথে এগিয়ে নেন দলকে। শেষ দিকে শামিমা আউট হলেও, বড় জয় পেতে কোনো সমস্যাই হয়নি নীল দলের।

About Md Shahadat Hossain

Check Also

একই গ্রুপে ভারত-পাকিস্তান

ইকবাল হাসান: আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার (১৬ জুলাই) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।