সোমবার , মার্চ 27 2023
Home / Slide3 / বিসিবির সাবেক সভাপতি কে.জেড ইসলাম আর নেই

বিসিবির সাবেক সভাপতি কে.জেড ইসলাম আর নেই

ইকবাল হাসান:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি কামাল জিয়াউল ইসলাম (কে.জেড ইসলাম) ইন্তিকাল করেছেন। তিনি নির্মাণ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

আজ বিকেল ৩টা ৫৫ মিনিটে ৮৬ বছর বয়সী বিসিবির সাবেক সভাপতি কে জেড ইসলাম নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৮৩ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কে জেড ইসলামের আমলেই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ (১৯৮৬ সালের এশিয়া কাপে) খেলার গৌরব অর্জন করে। তিনি ছিলেন বিসিবির চতুর্থ সভাপতি। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন হচ্ছেন ১৪তম।

About Md Shahadat Hossain

Check Also

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।