বুধবার , মার্চ 29 2023
Home / Slide1 / তিনবারের চ্যাম্পিয়নদের চমকে দিয়ে প্রথম জয় আরামবাগের

তিনবারের চ্যাম্পিয়নদের চমকে দিয়ে প্রথম জয় আরামবাগের

ইকবাল হাসান:

প্রিমিয়ার লিগের সবচেয়ে তলানিতে থাকা আরামবাগ ক্রীড়া সংঘ ১৬তম ম্যাচে এসে দেখলো জয়ের মুখ। তারা হারিয়েছে তিনবার শিরোপা জেতা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আরামবাগের কাছে ৩-১ গোলে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবের ১৫ মিনিটে দেয়া গোলে এগিয়ে গিয়েও শফিুল ইসলাম মানিকের দল মাঠ ছাড়ে ৩-১ গোলে হেরে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটির এই বড় হারে আরও পিছিয়ে পড়লো শিরোপা লড়াই থেকে। লিগে এটাই প্রথম হার শেখ জামালের।

প্রথমার্ধের বাড়িয়ে দেয়া সময়ে গোল করে ম্যাচে সমতা আনেন আরামবাগের উজবেক ফরোয়ার্ড আবদুকাদিরভ। ৫৪ মিনিটে ওমর ফারুকের গোলে এগিয়ে যায় আরামবাগ এবং ৫৬ মিনিটে ব্যবধান ৩-১ করেন নিহাত জামান উচ্ছ্বাস।

এই জয়ের পর ১৬ ম্যাচে আরামবাগের সংগ্রহ ৫ পয়েন্ট। টেবিলে দ্বিতীয় স্থানে থাকা শেখ জামালের পয়েন্ট ১৫ ম্যাচে ৩২।

About Md Shahadat Hossain

Check Also

আইসিসির পথে হাটার গুঞ্জন ফিফার

ইকবাল হাসান: আইসিসিকেই অনুসরণ করতে যাচ্ছে ফিফা। অর্থাৎ আইসিসি যেমন ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ প্ টি-২০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।