শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide1 / আবার জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু

আবার জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু

ইকবাল হাসান:

ঈদের ছুটি কাটিয়ে আবারো বিশ্বকাপ বাছাই পর্বের
মাচকে সামনে রেখে ক্যাম্পে ফিরেছে ফুটবলাররা। গত ১০ মে এ ক্যাম্প শুরু হলেও সকল খেলোয়াড় না আসায় ক্যাম্প ছুটি দিয়ে দিয়েছিল বাফুফে।

রোববার (১৬ মে) দুপুরে সবাই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে ৩৩ জন ফুটবলার ডাকা হলেও ইনজুরির কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ক্যাম্পে যোগ দেয়া সকল খেলোয়াড়ের করোনা টেস্ট করানো হয়েছে। কাল যাদের ফলাফল নেগেটিভ আসবে তাদের নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে।

ক্যাম্পে যোগ দেয়া ৩২ ফুটবলার

বসুন্ধরা কিংস : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), রিমন হোসেন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, তারিক কাজী।

সাইফ এসসি : রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, আবু শাহেদ, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম।

আবাহনী : শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), সোহেল রানা, সাদ উদ্দিন।

শেখ রাসেল কেসি : আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), মো. আবদুল্লাহ।

মুক্তিযোদ্ধা : মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মো. ইমন।

চট্টগ্রাম আবাহনী : মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

মোহামেডান : হাবিবুর রহমান সোহাগ, আতিকুজ্জামান।

উত্তর বারিধারা : সুমন রেজা, মিতুল মারমা (গোলরক্ষক)।

শেখ জামাল : রেজাউল করিম।

পুলিশ এফসি : মোহাম্মদ জুয়েল।

About Md Shahadat Hossain

Check Also

আইসিসির পথে হাটার গুঞ্জন ফিফার

ইকবাল হাসান: আইসিসিকেই অনুসরণ করতে যাচ্ছে ফিফা। অর্থাৎ আইসিসি যেমন ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ প্ টি-২০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।