ইকবাল হাসান:
কোয়ারেন্টাইন জটিলতায় সৌদি আরব যাওয়া হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের।
কাতারে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা ছিল বাফুফের। সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকে আগালেও সৌদি আরবে কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত কাগজপত্র হাতে না পাওয়ায় জাতীয় ফুটবল দলের সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা কিছুটা বিলম্বিত হচ্ছে।
বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সৌদি আরবে কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত কাগজপত্র হাতে না পাওয়ায় জাতীয় ফুটবল দলের সৌদি আরব সফরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে পরে জানানো হবে।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারে।