রবিবার , মার্চ 26 2023
Home / Slide2 / বিশ্বকাপ বাছাইপর্ব শেষ সোহেলের

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ সোহেলের

ইকবাল হাসান:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সোহেল রানার বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা শেষ। আফগানিস্তানের সাথে ম্যাচে ইনজুরিতে পড়ার কারণে তিনি আর ম্যাচ খেলতে পারবেন না।

বৃহস্পতিবার কাতারে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হাতে ব্যথা দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়েছিলেন সোহেল রানা। ফলে ম্যাচের ৫৭ মিনিটে তার জায়গায় নামানো হয়েছিল মানিক মোল্লাকে।

শুক্রবার সোহেলের এমআরআই ও এক্স-রে করানো হয়েছে। যেখানে হাতে চির ধরা পড়েছে। জানা গেছে, তার হাত এখন ব্যান্ডেজ করে রাখা হয়েছে। যে কারণে পরের দুই ম্যাচ সোহেলের খেলা হচ্ছে না।

রোববার আবার সোহেলে রানাকে ডাক্তার দেখানো হবে। তখন বোঝা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে আবাহনীর এ মিডফিল্ডারকে।

কাতার যাওয়ার আগে ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েছেন সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এখন সোহেল রানার দল থেকে ছিটকে পড়া আরেকটি দুঃসংবাদ জেমি ডে’র জন্য।

About Md Shahadat Hossain

Check Also

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন মোঃইউনুছ ইকবাল হাসান: শুরু হতে চাচ্ছে এবারের টোকিও অলিম্পিক। এবারের আসরে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।