ইকবাল হাসান:
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে রয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তা জানিয়ে দিয়েছে আইসিসি। সুপার ১২ পর্বে ওঠার আগে আটটি দলের মধ্যে খেলা হবে প্রথম পর্ব। সেই পর্বের গ্রুপ এ’তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া।
বাংলাদেশ পড়েছে গ্রুপ বি’তে। যেখান তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান।
প্রথমপর্বে এই দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ১২ পর্বে। গ্রুপের শীর্ষে থাকা দুই দল সুযোগ পাবে সুপার ১২ খেলার।
সুপার ১২ পর্বে ইতিমধ্যেই রয়েছে আটটি দল। প্রথম গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।
প্রথম পর্ব থেকে চারটি দল উঠে আসবে সুপার ১২ পর্বে। গ্রুপ এ’র বিজয়ী এবং গ্রুপ বি’র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে সুপার ১২-র প্রথম গ্রুপে।
অন্যদিকে গ্রুপ বি’র বিজয়ী এবং গ্রুপ এ’র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে দ্বিতীয় গ্রুপে।
প্রসঙ্গত, এই বিশ্বকাপটির আয়োজক ভারত। কিন্তু করোনার কারণে তারা ঘরের মাঠে আয়োজন করতে পারছে না টুর্নামেন্টটি। তাই অক্টোবর মাস থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।
এক নজরে গ্রুপগুলো
রাউন্ড ১
গ্রুপ এ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া
গ্রুপ বি : বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান
সুপার ১২
গ্রুপ ১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ১ এবং বি২
গ্রুপ ২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, এ২ এবং বি১।