মঙ্গলবার , মার্চ 28 2023

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন মোঃইউনুছ

ইকবাল হাসান:

শুরু হতে চাচ্ছে এবারের টোকিও অলিম্পিক। এবারের আসরে বেশ কয়েকজন ক্রীড়াবিদ অংশ নিতে যাচ্ছে। এর বাইরে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস।

আগামী ২৩ জুলাই এ অনুষ্ঠানের উদ্বোধন হবে।
টোকিও অলিম্পিকের উদ্বোধনী দিনে ড. ইউনুসকে অলিম্পিক লরেলের মাধ্যমে বিশেষ সম্মাননা দেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজকরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে অলিম্পিক আয়োজক কমিটি।

ক্ষুদ্র ঋণের প্রবক্তা ড. ইউনুসকে উন্নয়নের ক্ষেত্রে খেলাধুলার বিষয়ে নানান কার্যক্রমের জন্য এ সম্মাননা দেয়া হবে। আগামী ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই তার হাতে তুলে দেয়া হবে অলিম্পিক লরেল।

পাঁচ বছর আগে রিও অলিম্পিকের মাধ্যমে শুরু করা হয়েছিল অলিম্পিক লরেল সম্মাননা দেয়া। সেই আসরে কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো পেয়েছিলেন এটি।

নিজ দেশে শিশুদের সেইফ হাউজ, স্কুল ও ক্রীড়াবিদদের ট্রেনিং সেন্টার নির্মাণ করায় লরেল পেয়েছিলেন কেইনো।

About Md Shahadat Hossain

Check Also

বর্ণবাদী আচরণের শিকার ইংল্যান্ডের তিন ফুটবলার

ইকবাল হাসান: ইংল্যান্ডের হয়ে ইতালির বিপক্ষে ফাইনালে তিনটি পেনাল্টি শুট মিস করেছেন মার্কাস রাশফোর্ড, জাদো …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।