ইকবাল হাসান:
আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সিরিজের জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করার মাধ্যমে ২০২০ সাল থেকে এখন পর্যন্ত পঞ্চমবারের মতো অধিনায়ক ঘোষণা করলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
আরভিনকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আরভিনের আগে অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রেন্ডন টেলর, চামু চিবাবা ও সিকান্দার রাজা। সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য আরভিন অধিনায়ক হলেও টেস্ট দলের দায়িত্ব পালন করবেন শন উইলিয়ামস।
দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার আরভিন। জিম্বাবুয়ের জার্সিতে তিনি খেলেছেন ১৮টি টেস্ট। রান করেছেন ১ হাজার ২০৮। সাদা পোশাকের ক্রিকেটে তার অর্ধশতক রয়েছে ৪টি।
এছাড়া ওয়ানডে খেলেছেন ৯৬টি। যেখানে ৩১.৯০ গড়ে করেছেন ২ হাজার ৬১৬ রান। আর ২৬ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৫৩৬ রান।
জিম্বাবুয়ের একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, উসলে ম্যাধেভেরে, সিকান্দার রাজা, টাডিওয়ানাশে মারুমানি, তারিশাই মুসাকান্দা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা এবং ডোনাল্ড টিরিপানো, কামুনহুকামওয়ে টিনাশে।